মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১
ad
৩০ বছর পর ৭ গোলে হারল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫:১৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে বাংলাদেশকে গোল বন্যায় ভাসাল অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার মেলবোর্নের রেক্টাঙ্গুল্যার স্টেডিয়ামে বাংলাদেশকে ০-৭ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেন জ্যামি ম্যাকলারেন।

সবশেষ ৩০ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল তারা। যদিও বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় ৯-০ গোলে। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরানের একই ব্যবধানে হেরেছিল লাল-সবুজ পতাকাধারীরা। এছাড়া ১৯৭৫ সালে হংকংয়ে কাছে হারে ৯-১ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল দল। প্রতিরোধও গড়ে তুলতে পারেননি জামাল ভূঁইয়ারা।

ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান তারকা জ্যামি ম্যাকলারেন। জোড়া গোল করেন মিচেল ডিউক। বাকি দুই গোল করেন হ্যারি সুটার ও ব্র্যান্ডন বোরেলো।

এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে দুই লেগ মিলিয়ে ৯ গোল হজম করে হেরেছিল তারা। আগামী ২১ নভেম্বর বাছাইয়ের পরের ম্যাচে কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।