বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১
ad
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড রেকর্ড
ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪:৫৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের নক আউট পবে ‘চোকার্স’ তকমা থেকে এবার অন্তত বেরিয়ে আসতে চায় দক্ষিণ আফ্রিকা।
আগামীকাল বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বারের মতো ফাইনালে উঠতে মরিয়া দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

সেমিফাইনালের আগে দুই দলের হেড টু হেড রেকর্ড
শেষ ১০ লড়াই-

৬ জুলাই ২০১৯, ম্যানচেস্টার : দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী
২৯ ফেব্রুয়ারি ২০২০, পার্ল : দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে জয়ী
৪ মার্চ ২০২০, ব্লোয়েমফন্টেইন : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
৭ মার্চ ২০২০, পচেফস্ট্রুম : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
৭ সেপ্টেম্বর ২০২৩, ব্লোয়েমফন্টেইন : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
৯ সেপ্টেম্বর ২০২৩ : ব্লোয়েমফন্টেইন : অস্ট্রেলিয়া ১২৩ রানে জয়ী
১২ সেপ্টেম্বর ২০২৩, পোচেফস্ট্রুম : দক্ষিণ আফ্রিকা ১১১ রানে জয়ী
১৫ সেপ্টেম্বর ২০২৩, সেঞ্চুরিয়ন : দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে জয়ী
১৭ সেপ্টেম্বর ২০২৩, জোহানেসবার্গ : দক্ষিণ আফ্রিকা ১২২ রানে জয়ী
১২ অক্টোবর ২০২৩, লক্ষ্ণৌ : দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে জয়ী

সবমিলিয়ে অস্ট্রেলিয়া জয়ী ৫০ ম্যাচে, দক্ষিণ আফ্রিকা জয়ী ৫৫ ম্যাচে
টাই : ৩টি ম্যাচ
পরিত্যক্ত : ১টি ম্যাচ