চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে এশিয়া কাপ শুরু হলেও গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টে থাকছেন না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানিয়েছেন, বর্তমান কোমরের অবস্থা বিবেচনা করে এশিয়া কাপে থাকছেন না টাইগার ওপেনার। চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলেই এমন সিদ্ধান্ত তার।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার পর বিসিবি সভাপতির বাসায় বৈঠকে বসেন তামিম ইকবাল। বৈঠক শেষে বিসিবি সভাপতি এবং জালাল ইউনুসকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। সেখানেই তিনি জানান, জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে আর খেলা চালিয়ে যাবেন না তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, তামিমের অধিনায়ক হিসেবে না থাকা দলের জন্য বড় ধাক্কা। অবশ্য তামিম ফিট হয়ে ফিরলে তাকে বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন বোর্ড সভাপতি।
দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। সম্প্রতি দেখা দিয়েছে কোমরে ব্যথা। যে কারণে লন্ডনে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে দুদিন আগে দেশে ফেরেন বাংলাদেশ দলের এই ওয়ানডে অধিনায়ক।
চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রাম শেষে ধীরে ধীরে অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন।
চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।