রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
ad
অনুমতি মেলেনি, ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১:৩৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশের অনুমতি পায়নি নির্বাচন কমিশনের কাছ থেকে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্ট সংলগ্ন তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, "আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে দশ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।"

ওবায়দুল কাদের আরও বলেন, "গণতন্ত্র আছে-থাকবে। আর গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে আওয়ামী লীগ। যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ করছে, তারা গণতান্ত্রিক শক্তি নয়।"