বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১
ad
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার
ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১:৩০ এএম, ০৮ আগস্ট ২০২৪

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার। পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বুধবার (৭ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত রোববার (৪ আগস্ট) ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়।


বিষয়: ভারত, ভিসা