বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১
ad
কুখ্যাত গোলানি ব্রিগেডের ওপর হামলা চালাল লেবাননের হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮:৫৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর দুই যোদ্ধা নিহত হওয়ার পর শনিবার এ পাল্টা হামলা চালানো হয়।

শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটেলিয়নের একটি জমায়েতের পাশাপাশি ইহুদি বসতি আল-মানারা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে যেসব হামলা চালিয়েছে শনিবারের হামলা ছিল সেগুলোর চেয়ে অনেক শক্তিশালী। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি ইহুদিবাদী কর্তৃপক্ষ।

এর আগে শনিবার সকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধাসহ লেবাননের তিন নাগরিক নিহত হন।

গত বছরের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর থেকে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। সংগঠনটি বারবার জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী সরকার যতদিন গাজায় গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর হামলা চলতে থাকবে।