বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
ad
সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন হচ্ছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬:৫৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

সোমবার ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন তিনি।

ঘোষণা বলা হয়েছে, মন্ত্রিসভায় বৃহত্তর রদবদলের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে সুয়েলা ব্রেভারম্যানকে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। আর নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন ডেভিড ক্যামেরন।

২০১৬ সালে ব্রেক্সিট গণভোটে হেরে যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। কিন্তু শোনা যায়, ২০১৮ সালে তিনি নাকি বন্ধুদের বলেছিলেন, তিনি আবারও প্রথম সারির রাজনীতিতে ফিরতে চান, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে।