বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১
ad
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও জাহাজ জট
চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০:৫৫ পিএম, ০৮ আগস্ট ২০২৪

সাম্প্রতিক আন্দোলনের জেরে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পেড়েছে। চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কনটেইনার ও জাহাজ জট। ট্রেনে কনটেইনার পরিবহনবন্ধ থাকায় কমলাপুরগামী কনটেইনারের সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণ বেড়েছে। একইসাথে বেসরকারি কনটেইনার ডিপোতেও তৈরি হয়েছে জট। তবে বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন দেশে স্বভাবিক অবস্থা ফিরে আসায় কয়েকদিনের মধ্যে এই জট কাটবে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, এখন বন্দরে প্রায় ৪১ হাজার আমদানি পণ্য বোঝাই কনটেইনার রয়েছে। স্বাভাবিক সময়ে বন্দর থেকে ৩ হাজার কনটেইনার খালাস হলেও এখন হচ্ছে তার অর্ধেক। তবে পরিস্থিতি উন্নতির দিকে।