রোববার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ad
নির্মাণসামগ্রীর উচ্চমূল্য নিয়ে আবাসন খাতে বিতর্ক
এংকর ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

আবাসন খাতের চাহিদায় দেশে রড-সিমেন্টের বাজার বেড়েছে, উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা এসেছে।

আবাসন ব্যবসায়ীদের অভিযোগ বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে নির্মাণসামগ্রীর দাম বেশি হওয়ায় নির্মাণ খরচও বেশি। অন্যদিকে উৎপাদকরা বলছেন ডলার ও জ্বালানির দামসহ উৎপাদন খরচের তুলনায় দেশের বাজারে রড-সিমেন্টের দাম অনেক কম।

ভবন কিংবা অবকাঠামো নির্মানের অন্যতম অনুসঙ্গ স্টিল এবং সিমেন্ট। আমদানিকৃত কাঁচামালে মানসম্মত স্টিল এবং সিমেন্ট উৎপাদন এখন দেশেই হচ্ছে।

স্টিল এবং সিমেন্টের বড় গ্রাহক আবাসন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ আন্তর্জাতিক বাজারের যতটা না দাম বাড়ে, বিভিন্ন অযুহাতে স্টিল এবং সিমেন্ট উৎপাদকরা তার চেয়েও বেশী দাম বাড়ান। চড়া দামে উপকরণ কেনায় নির্মান খরচও বেড়ে যায়।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে নির্মান সামগ্রীর উচ্চমূল্যসহ কিছু জটিলতায় তাদের সদস্যদের তৈরি ফ্ল্যাটের বিক্রি গেলো কয়েক বছরে ১২ থেকে ১৩ হাজার ইউনিটেই ঘুরপাক খাচ্ছে।

স্টিল উৎপাদকরা বলছেন ডলার ও জ্বালানীর দাম বৃদ্ধি, ব্যাংক ঋনে চড়া সুদ সহ বিভিন্ন কারণে তাদের উৎপাদন খরচ গেলো কয় বছরে ৬৫ শতাংশ বেড়েছে। অ্যাসোসিয়েশনের দাবী দেশ স্টিল ও সিমেন্টের উৎপাদন চাহিদারও বেশি। তাই ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ নেই।