৫০ বছর পর বাংলাদেশ পরিদর্শনে এসেছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ। রাশিয়ার নৌবাহিনীর জাহাজ প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
রোববার ঢাকার রাশিয়ান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, রাশিয়ান প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছে, যা রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বিশাল মাইলফলক। ৫০ বছর আগে সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) নৌবাহিনীর জাহাজ শেষবার বাংলাদেশের বন্দর পরিদর্শন করেছিল।
উল্লেখ্য, ১৯৭২ সালের মার্চ মাসে সোভিয়েত নৌবাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। ভাইস অ্যাডমিরাল সের্গেই যুয়েঙ্কোর নেতৃত্বে এক হাজার নাবিকের একটি বিশেষ টাস্কফোর্স মাইন অপসারণের কাজ শুরু করে। ওই অভিযানে অংশ নিয়েছিল দেশটির ২৪টি জাহাজ।