বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১
ad
শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু
এংকর ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১:৪১ এএম, ০৮ আগস্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে। মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থী উঠানো ও অন্যান্য সেবা চালু রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনাও দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে তখন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।


বিষয়: ঢাকা