মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১
ad
শচীনকে টপকে ইতিহাস গড়লেন কোহলি
ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬:১০ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি।

বুধবার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় এই ব্যাটার। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নিজের করে রেখেছিলেন শচীন। এবার তাকে টপকে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন কোহলি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি করেন কোহলি। এতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন ভারতের তারকা এই ক্রিকেটার।

৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন শচীন। অপরদিকে ২৯২ ম্যাচ খেলেই শচীনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সে হিসাবে শচীনের চেয়ে ৭১ ম্যাচ কম খেলেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক।

এর আগে চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে শচীনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কোহলি।