রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০
ad
পায়রা বন্দরে মাল খালাসের অনন্য রেকর্ড সৃষ্টি করলো লাকি ট্রেডিং কর্পোরেশন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮:২২ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

মাত্র ২৪ ঘণ্টায় ২২ হাজার ৫১৮ মেট্রিকটন কয়লা খালাস করে অনন্য রেকর্ড সৃষ্টি করেছে স্টিভিডর কোম্পানি লাকি ট্রেডিং কর্পোরেশন। পায়রা সমুদ্র বন্দরের এই অর্জন বাংলাদেশের ৩টি সমুদ্র বন্দরের মধ্যে প্রথম ঘটনা।

গেল ২৯ অক্টোবর পায়রা সমুদ্র বন্দরে মাল খালাসের এ অনন্য রেকর্ড সৃষ্টি করে লাকি ট্রেডিং কর্পোরেশন।

লাকি ট্রেডিং কর্পোরেশনের প্রোপ্রাইটর মিজানুর রহমান বলেন, সময়ের দ্রুততায় বিজ্ঞান যখন এগিয়ে, তখন আধুনিক সভ্যতার এই যুগে পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির মাধ্যমে চীনের আধুনিক যন্ত্রপাতির সহায়তায় কয়লা খালাস করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। মাদার ভেসেল থেকে ৩টি ক্রেনের মাধ্যমে জাহাজের ৩টি হ্যাচ থেকে দ্রুত সময়ের মধ্যে মাল খালাসের অনন্য গৌরব অর্জন করেছে। বাংলাদেশ-চায়না পাওয়ার গ্রান্ট কোম্পানি লিমিটেড এ কয়লা আনলোড হয়।

মিজানুর রহমান আরও বলেন, আমদানীকারক ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতার পাশাপাশি আধুনিক মাল খালাস করার যন্ত্রপাতি থাকার কারণে এটা সম্ভব হয়েছে। এই বন্দরের শ্রমিকদের সর্বাত্মক চেষ্টায় এই সফলতার পিছনে ভূমিকা রেখেছে। মাদার ভেসেল এমডি তেরেসা গ্লোরিতে ৩০ হাজার ৯৪০ টন কয়লা আনা হয়। যা এযাবৎকালের মধ্যে আমদানিযোগ্য মালামালের মধ্যে উল্লোখযোগ্য রেকর্ড।