রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
ad
‘বাংলাদেশ–মধ্যপ্রাচ্য শিপিং সেবা চালু এপ্রিলে’
ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮:১২ এএম, ১৫ মার্চ ২০২৩

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বাংলাদেশ বিজনেস সামিটে যোগ দিতে ঢাকার এসেছেন ব্যবসার লজিস্টিক সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএমএ সিজিএমের এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্ট ওলমেটা। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করছে। প্রতিষ্ঠানটি কিছুদিনের মধ্যে নতুন আরেকটি সেবা চালু করতে যাচ্ছে এ কোম্পানি। বাংলাদেশে এ ব্যবসার সমস্যা সম্ভাবনা নিয়ে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় বলেছেন, এপ্রিলে ভারত হয়ে বাংলাদেশ–মধ্যপ্রাচ্য শিপিং সেবা চালু হচ্ছে।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেদেশ আমদানি-রপ্তানির যে গতি এখানে আছে, তাতে ভবিষ্যতে আরও ভালো ব্যবসা হবে। বিশেষ করে মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর চালু হলে আমদানি-রপ্তানি বাণিজ্য আলাদা গতি পাবে। এসব ভেবে আমরাও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছি। আগামী মাসে বাংলাদেশ-ভারত উপসাগরীয় সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ-মধ্যপ্রাচ্যের মধ্যে নতুন একটি শিপিং (জাহাজে পণ্য পরিবহন) সেবা চালু করতে যাচ্ছি।

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে উপসাগরীয় অঞ্চলের জেবেল আলী এবং খলিফা বন্দরের সঙ্গে যুক্ত করতে আমাদের এই প্রয়াস। এ পথে জাহাজ চলাচল করলে ভারতের নাভা শিভা ও মুন্দ্রা বন্দরও সংযুক্ত হবে। ফলে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা উপসাগর একটি সমুদ্রপথ হিসেবে চিহ্নিত হলো। এছাড়া বাংলাদেশের সমুদ্রপথকে মধ্যপ্রাচ্য ও ভারতের পশ্চিম উপকূলের সঙ্গে সম্পৃক্ত করল।