প্রণালী কাকে বলে?
প্রণালী (Strait) হল জলের একটি সংকীর্ণ অংশ বা পথ যা দুটি বৃহত্তর জলরাশিকে সংযুক্ত করে। প্রণালীর মাধ্যমে দুই বা ততোধিক ভূখন্ড আলাদা হয়। বিভিন্ন দেশ, দ্বীপ, অভ্যন্তরীণ ভূখন্ড, মহাদেশ, অঞ্চল পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় প্রণালীর মাধ্যমে। পৃথিবীর বিখ্যাত কয়েকটি প্রণালী হচ্ছে জিব্রাল্টার প্রণালী, পক প্রণালী, কোরিয়া প্রণালী ইত্যাদি।
প্রণালী সমূহ
১ |
পক প্রণালী |
ভারত - শ্রীলঙ্কা |
ভারত মহাসাগর + আরব সাগর |
২ |
মালাক্কা প্রণালী |
ইন্দোনেশিয়া - মালেশিয়া |
বঙ্গোপসাগর + জাভা সাগর |
৩ |
সুন্দা প্রণালী |
সুমাত্রা - জাভা |
ভারত মহাসাগর + জাভা সাগর |
৪ |
ফরমোজা প্রণালী |
তাইওয়ান - চীন |
পূর্ব চীন সাগর + টংকিং সাগর |
৫ |
কোরিয়া প্রণালী |
কোরিয়া - জাপান |
পূর্ব চীন সাগর + জাপান সাগর |
৬ |
তাতার প্রণালী |
রাশিয়া - শাখালীন দ্বীপ |
জাপান সাগর + ওখস্ট সাগর |
৭ |
বেরিং প্রণালী |
এশিয়া - উত্তর আমেরিকা |
বেরিং সাগর + উত্তর সাগর |
৮ |
হরমুজ প্রণালী |
আরব - ইরান |
পারস্য উপসাগর + ওমান উপসাগর |
৯ |
বাব এল মান্দেব প্রণালী |
এশিয়া - আফ্রিকা |
এডেন সাগর + লোহিত সাগর |
১০ |
সুয়েজ খাল |
এশিয়া - আফ্রিকা |
লোহিত সাগর + ভূমধ্যসাগর |
১১ |
বসফরাস প্রণালী |
এশিয়া - ইউরোপ |
কৃষ্ণ সাগর + মর্মর সাগর |
১২ |
জিব্রাল্টার প্রণালী |
আফ্রিকা - ইউরোপ |
উত্তর আটলান্টিক + ভূমধ্যসাগর |
১৩ |
ইংলিশ চ্যানেল |
ফ্রান্স - ব্রিটেন |
আটলান্টিক মহাসাগর + উত্তর সাগর |
১৪ |
ডোভার প্রণালী |
ফ্রান্স - ব্রিটেন |
ইংলিশ চ্যানেল + উত্তর সাগর |
১৫ |
কার্চ প্রণালী |
রাশিয়া - ক্রিমিয়া |
কৃষ্ণ সাগর + এডেন সাগর |
১৬ |
ডেভিস প্রণালী |
গ্রিনল্যান্ড - কানাডা |
ব্যাফিন সাগর + ল্যাব্রাডার সাগর |
১৭ |
ফ্লোরিডা প্রণালী |
ফ্লোরিডা - কিউবা |
মেক্সিকো উপসাগর + আটলান্টিক মহাসাগর |
১৮ |
পানামা খাল |
পানামা - পানামা |
প্রশান্ত মহাসাগর + ক্যারিবিয়ান সাগর |
১৯ |
দার্দানেলিস প্রণালী |
এশিয়া - ইুউরোপ |
ইজিয়ান সাগর + মর্মর সাগর |