রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০
ad
বাইডেনের পর ইসরায়েল সফরে ঋষি সুনাক
এংকর ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১:৪১ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর আজ ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধরত ইসরায়েলকে সার্বিক সহায়তার বার্তা নিয়ে তেল আবিব যাচ্ছেন তিনি।

এই দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ সফর করার কথা রয়েছে। গতকাল বুধবার একই বার্তা নিয়ে ইসরায়েল গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সফর শেষ হতে না হতেই সেখানে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সফর শুরুর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, প্রতিটি বেসামরিক মানুষের মৃত্যুই দুঃখজনক। হামাসের ভয়ঙ্কর হামলায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে।

ডাউনিং স্ট্রিট বলছে, হামাসের নৃশংশ সন্ত্রাসী হামলার জন্য ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন। এ ছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়ে আলোচনা করবেন।

এরইমধ্যে বুধবার মিশরের প্রেসিডেন্টর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিশরের রাফা সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

এদিকে হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের একাধিক সামরিক চৌকিতে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। পরে ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করেছে। হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের দুই যোদ্ধা নিহত হয়েছেন।

গতকাল সুনাকের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে সাত ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। নিখোঁজ আছেন অন্তত নয় জন।