ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন উঠেছে। মূলত ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে অভিযোগ তুলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। এসব বিষয় নিয়ে বুবলীকে খোঁচা দেন পরীমনি। এবার সেই আলোচনাতেই যেন ঘি ঢাললেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
রবিবার রাতে বুবলীর সঙ্গে ছবি প্রকাশ করে ‘মজার পোস্ট’ দাবি করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যা নিয়ে চলছে তুমুল আলোচনা।
জয়ের সেই ছবিতে দেখা যায়-একই ফ্রেমে তিনি বাদেও রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। যেখানে জয়কে মিষ্টি খাইয়ে দিচ্ছিলেন বুবলী।
জয় লেখেন, ‘কাকে মিষ্টি খাওয়াইলা আর কার সাথে প্রেম করলা কিছুই বুঝলাম না? তা-ও আবার দুই নায়ক সাক্ষী ছিল।’ পোস্টের শেষাংশে জয় লিখেছেন, ‘মজার পোস্ট কেউ আবার কিছু মনে কইরেন না।’
জয়ের পোস্টটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরাও মন্তব্য করেন- বুবলীকে ঘিরে প্রেমের সম্পর্ক নিয়ে নানা আলোচনাকে কেন্দ্র করেই এমনটা পোস্ট করেছেন এই উপস্থাপক। যদিও জয় বা বুবলী এ বিষয়ে নিজেদের কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি।