রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
ad
ডলার প্রতি ১০৫ টাকা পাবেন রপ্তানিকারকরা
ডেস্ক রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৩

দেশে রপ্তানি আয় আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে ব্যাংকগুলো এখন থেকে রপ্তানিকারকদের প্রতি ডলারে ১০৫ টাকা দেবে। বৃহস্পতিবার এক বৈঠকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) রপ্তানি আয়ে ডলারপ্রতি দাম এক টাকা বাড়িয়েছে। তবে বৈঠকে রেমিট্যান্সে ডলারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। দীর্ঘদিন ধরেই রেমিট্যান্সে ডলারে দাম ১০৭ টাকায় স্থির আছে।

 

এবিবির চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন জানান, নতুন রেট রোববার থেকে কার্যকর হবে।এর আগে ১ মার্চ রপ্তানি আয়ে ডলারের রেট ১০৩ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা এবং ৩১ জানুয়ারি ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৩ টাকা করা হয়।